
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের বিমান দুঘর্টনায় নিজের জীবনের কথা চিন্তা না করে প্রিয় শিক্ষার্থীদের জীবন বাঁচানোর সময় আগুনে দগ্ধ হয়ে নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপির নেতা আফরোজা আব্বাস।
২৫ জুলাই শুক্রবার সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তিনি সড়ক পথে যান নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে। সেখানে মরহুমার স্বামী মনসুর হেলাল ও ছেলে আয়য়ান রশিদ ও আদিল রশিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের আফরোজা আব্বাস বলেন, তাকে অনেক আগেই রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা উচিত ছিল, বীরের স্বীকৃতি দেয়া উচিত ছিল। সরকার দেরি করলেও আমরা সম্মান জানাতে পিছপা হইনি। তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন নারীরা শুধু মা নন, সাহসী যোদ্ধাও।
তিনি আরও বলেন,মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষক মাহেরীন চৌধুরী। কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় তিনি যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন, তা চিরকাল হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে। এসময় তার সঙ্গে ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সহ সাধারণ স¤পাদক হেলেনা জেরিনসহ নীলফামারী ও লালমনিরহাট জেলা মহিলা দলের নেতারা।