বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বেতাগীতে অগ্নিকান্ডে নিঃস্ব ৩ পরিবার, বসতঘর পুড়ে ছাই

বরগুনার বেতাগীতে আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই এবং ১টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। নিঃস্ব হয়ে পড়েছে ৩টি পরিবার। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বেতাগী গ্রামের জয়নাল খানের ঘরে হঠাৎই আগুন লাগে মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী হাসেম খানের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে জয়নাল খান ও হাসেম খানের টিনের বসতঘর ২টি পুড়ে মাটির সাথে মিশে যায় এবং পাশ্ববর্তী মন্টু খানের বসতঘরটিও ক্ষতিগ্রস্থ হয়।

আগুনে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিক থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে বেতাগী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল লতিফ হাওলাদার জানান।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার। এসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় বেতাগী থানার পুলিশ পরির্শক মো. ফারুক হোসেন, ইউপি সদস্য মো. তাজুল ইসলাম ও সাংবাদিক রিয়াজুল কবির বাবু উপস্থিত ছিলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার বলেন, আগুর লাগার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থানে পরিদর্শণ করি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।