নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতি শ্রদ্ধা জানালেন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বুধবার ১৫ই ডিসেম্বর বেলা ১২ টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী মুজিববর্ষের সমাপনী দিবস উদ্যাপন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছেন তিনি। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বুধবার বেলা সোয়া এগারটার দিকে ঢাকায় আসেন। রামনাথ কোবিন্দের এটাই বাংলাদেশের প্রথম সফর। বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতি কে স্বাগত জানান।