রংপুর ব্যুরো প্রধান: , আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মাইলস্টোন কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের বিমান দুঘর্টনায় নিজের জীবনের কথা চিন্তা না করে প্রিয় শিক্ষার্থীদের জীবন বাঁচানোর সময় আগুনে দগ্ধ হয়ে নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর কবরে পু®পস্তবক অর্পণ করে বিজিবি ও রংপুর বর্ডার গার্ড স্কুলের শিক্ষার্থীরা। আজ ২৬ জুলাই শনিবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মাহরিন চৌধুরীর পারিবারিক কবরস্থানে গিয়ে পু®পস্তবক অর্পণ করে। এসময় তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া মাহফিলে অংশগ্রহণে করে। রংপুর বর্ডার গার্ড স্কুলের শিক্ষার্থী আসিফ বলেন, মাহেরিন ম্যাম আমাদের অনুপ্রেরণা। তার মতো শিক্ষকদের কারণেই সমাজে এখনো মূল্যবোধ টিকে আছে। বাবা-মায়ের পরে শিক্ষকের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, সেটি তিনি প্রমাণ করেছেন। তিনি প্রমাণ করেছেন, শিক্ষকরাও কীভাবে সন্তানের মতো শিক্ষার্থীদের রক্ষায় জীবন দিতে পারেন। ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাইফ বলেন, আমাদের বাবা-মায়েরা যে ভরসায় আমাদের স্কুলে পাঠান, সেই ভরসার জায়গাটা মাহেরিন ম্যাম শতগুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন শিক্ষকরা কেবল পাঠদানের দায়িত্বই নয়, বরং অভিভাবকের দায়িত্বও পালন করেন। বিজিবি সেক্টর কমান্ডার গোলাম রব্বানী বলেন, আমরা সকলে জানি মাহেরিন ম্যাম ৮০% দগ্ধ হওয়ার পরও নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচাতে চেষ্টা করেছেন। তার মহান আত্মত্যাগ ও সাহসিকতা জাতিকে অনুপ্রাণিত করেছে। বিবেকের তাড়নায় বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। এক মিনিট নীরবতা, পু®পমাল্য অর্পণ এবং দোয়ার মাধ্যমে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করেছি।
আগস্টের ১ম সপ্তাহে গাইবান্ধার তিস্তা পিসি গার্ডার সেতু উদ্বোধন