বরগুনা প্রতিনিধিঃ , আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

তালতলীর বড়পাড়ায় প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি

বরগুনার তালতলী উপজেলার পচা কোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ১০–১২ জনের একটি ডাকাত দল ঘরের মাটি খুঁড়ে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ডাকাতরা নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম (৪২), মেয়ে নাহিদা বেগম (২৫), আদুরী (২২), ও পিতা আনোয়ার হোসেন

পাটোয়ারী তার শাশুড়িকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং ২টি মোবাইল ফোন লুট করে নেয়।

এছাড়া একই রাতে পাশের বাড়ি জসিম পাটোয়ারীর বাড়িতেও ডাকাতরা হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন নিয়ে ঘরের বাহির থেকে দরজা আটকে দেয়।

ঘটনার খবর পেয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল এর নেতৃত্বে পুলিশের একটি দল  ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনায় বড়পাড়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।