বরগুনা প্রতিনিধিঃ , আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীর বামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

সোমবার সকাল ১০টা থেকে বামনা আসমাতুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। সেবা দেওয়া হয় প্রায় ৩০০ নারী, পুরুষ ও শিশুকে।

নৌবাহিনী জানায়, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫-এর অংশ হিসেবে এবং খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এ কার্যক্রম চালানো হয়। এতে নেতৃত্ব দেন নৌবাহিনী খুলনা হাসপাতালের সার্জন লে. কমান্ডার ডা. স্বপ্নিল কুমার রায় (বিএন)। তার সঙ্গে ছিলেন ৬ জন স্বাস্থ্য সহকারী।

সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেও চিকিৎসা দেওয়া হয় এবং রোগীদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মাসুদ রেজা ফয়সাল বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় চিকিৎসা নিতে পারেন না।

একজন রোগী বলেন, উপজেলা হাসপাতালে ডাক্তার কম, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চিকিৎসা পাই না। সেখানে শুধু নাপা আর এন্টাসিড মেলে, কিন্তু এখানে অনেক ধরনের ফ্রি ওষুধ মিলেছে।

ডা. স্বপ্নিল রায় জানান, বয়স্কদের মধ্যে ব্যথা ও এলার্জির সমস্যা বেশি। এছাড়া সিজনাল ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি। আমরা তাদের পরামর্শসহ প্রয়োজনীয় ওষুধ দিচ্ছি।