নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫ , আজকের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অপারেশন চালাতে দেয়া হবে না।

আজ (সোমবার, ২৮ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের প্রধান অগ্রাধিকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নীতিই হলো ‘‘জিরো টলারেন্স’’। দেশের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।’

৪০ মিনিটের এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় আসে চলমান দ্বিপাক্ষিক শুল্ক সংক্রান্ত আলোচনার বিষয়টি।

বৈঠকে ট্রেসি জেকবসন বাংলাদেশে চলমান সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং আগামী বছরের শুরুর দিকে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে আমরা আশাবাদী।’

প্রধান উপদেষ্টা ইউনূস এসময় জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করা ‘ন্যাশনাল কনসেনসাস-বিল্ডিং কমিশনের’ অগ্রগতি সম্পর্কেও অবহিত করেন। তিনি বলেন, ‘এই কমিশন অত্যন্ত ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন।’

বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করেন উভয় পক্ষ।