
বরগুনার বেতাগীতে শিক্ষক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পারফরম্যান্স বেইজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- এসইডিপির আওতায় সমাবেশে আলোচনায় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কৃতি মানুষ হওয়ার পেছনের গল্প তুলে ধরা হয়।
বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।
করুনা মোকামিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক সাইফুল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের এক পর্যায় ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শহীদ ও আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শিমুল, মোশারেফ হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.এস.এম রিয়াজুর রহমান, বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শাহজাহান কবির, চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, করুনা বালিকা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক মো. মাকমুদুর রহমান, কৃতি শিক্ষার্থী তন্ময় আহমদ, জাহিদ হোসেন ও অনিকা ইসলাম প্রিয়ন্তী প্রমুখ।