‎‎নান্দাইল প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে নান্দাইলে শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান

‎ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ‘শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

‎নান্দাইল ঘাসফু যুব ফোরামের সম্পাদক তোফায়েল হোসেন ও সি-ফোরের সম্পাদক স্নেহা ভর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এর ম্যানেজার সাগর জন কাস্তা।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার অর্পনা ঘার্গ্রা এবং সিস্টেম অফিসার মনি সংকর।

‎আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এ হান্নান আল আজদ, আহসান মাহমুদ কাদের এবং নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী।

‎অনুষ্ঠান শেষে ৩৬০০ আইডি শিশুর মধ্যে জন্মদিনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।