
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২আগষ্ট) সকাল ১০টায় হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াইল উপজেলা সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, মুহাম্মাদ ইসমাইল হোসেন মধু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন বাচ্চু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ উদ্দিন আহমেদ রনক, কুদ্র কুঁঠির ও শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য বি: সম্পাদক ডা: মো: এরশাদ আহসান।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুব দল নেতা সৈকত হোসেন বিপ্লব, মো: ওমর ফারুক, আঃ লতিফ, মোঃ মানসুর আহমেদ, তাড়াইল উপজেলা কৃষক দলের নেতা মো: কামরুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম অপু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম (প্রমুখ)
জাতীয়তাবাদী ওলামা দল তাড়াইল উপজেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ রুহুল আমিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।