মাহবুবুর রহমান বাবুল নান্দাইল প্রতিনিধি : , আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নান্দাইলে কৃষাণ কৃষানী সংগঠনের উদ্যোগে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার (৩রা আগস্ট) ছাত্র-ছাত্রীদের মাঝে কৃষাণ-কৃষানী সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবার ও বিভিন্ন প্রজাতির ৩শত গাছের চারা বিতরণ করা হয়েছে।

সবুজায়ন এর লক্ষ্য সারা দেশের ন্যায় শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল মনোভাব গঠনের অভিপ্রায়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সংগঠনের পক্ষে বৃক্ষ প্রেমিক ও ছাদ বাগানের অন্যতম উদ্যেক্তা একেএম সাইফুল্লাহ ও সহধর্মিণী মাসুদা আক্তারের অর্থায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল।

রাজগাতী ইউনিয়নের উলুহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা বেসরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং দারুল হিকাম প্রগেসিভ একাডেমীর ছাত্র-ছাত্রীরা গাছের চারা গ্রহন করেন। এসময় উল্লেখিত ৩টি বিদ্যালয়ের সকল শিক্ষকগণ উপস্থিত থেকে গাছের চারা বিতরনের সহযোগিতা প্রদান করেন।

বিশিষ্ট সমাজ সেবী ও ব্যাংকার একে এম সাইফুল্লাহ জানান, সবুজের কোন বিকল্প নেই। ইতিমধ্যে দেশের বৃক্ষের পরিমাণ কমে যাওয়ায় সতেজ থেকে তরুণ সমাজ বঞ্চিত হচ্ছে। উস্মতার লাগাম এখনই টেনে ধরতে হবে নইলে প্রিয় ভুমি বিরাম ভুমিতে পরিনত হবে। প্রিয় স্বদেশের প্রতিটি মানুষ সবুজায়ন নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোন ক্রমেই পিছপা হওয়া যাবে না।

ইতিমধ্যে এ বৃক্ষ প্রেমিক রাজধানীর বুকে ছাদ বাগান করে বৃক্ষ প্রেমিদের নজর কেড়েছেন এবং অনুকরণীয় হচ্ছেন।
তিনি এ কাজে সমাজে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।