
বরগুনার বেতাগীতে একটি প্রকল্পের সাইডে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাজিব (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজিব সেখানে দিনমজুর হিসেবে কাজ করছিলো।
রাজিবের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলায়। তিনি কাজের সুবাদে বেতাগীতে বসবাস করতেন।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, রাজিব বেড়িঁবাধ নির্মাজের জন্য সিমেন্টের ব্লক তৈরির কাজ করছিলেন। কাজের সময় গ্রাইন্ডিং মেশিনে সুইচ দেওয়ার মুহূর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রাজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজুক করা হবে।