ঢাবি প্রতিনিধি , আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ঢাবি শিক্ষার্থী হত্যা: স্বামী আটক

নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা ইলমা চৌধুরী মেয়েকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। ইলমা নৃত্যকলা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তার সামনে কানাডাপ্রবাসী ব্যবসায়ীকে আটক করে রমনা থানায় নিয়েছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামিমাবাদ বলেন ঘটনাটা আমি শুনেছি। এই শিক্ষার্থী দীর্ঘদিন হলে ছিল না। এর বেশি কিছু জানা নেই আমার আমি খোঁজ নিচ্ছি।

প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন ঘটনাটা আমি শুনেছি। বিভাগের চেয়ারম্যান এবং তাদের সহপাঠীদের এখন ইউনাইটেড হাসপাতালে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে ঘটনার বিস্তারিত খুঁজে বের করার জন্য।