রংপুর ব্যুরো: , আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ , আজকের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশের ন্যায় রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মহানগরীতে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, পুলিশ সুপার মুহাম্মদ আবু সাইমসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ।

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলনে শহীদ এবং আহতসহ অংশ নেয়া ছাত্র-জনতার চেতনা বাস্তবায়ন করা না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না। বৈষম্যহীনতার বিরুদ্ধে জুলাই বিপ্লব সংঘঠিত হয়েছে। তা বাস্তবায়ন করতে হবে।

প্রশাসনের সব পর্যায়ে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করতে হবে। প্রশাসন প্রতিষ্ঠার সংস্কার এবং বিচার নিশ্চিতের মাধ্যমে শহীদদের আকাক্সক্ষাকে সম্মান জানাতে হবে। পরে রংপুর শিল্পকলা একাডেমী মিলানতানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মেলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার শহীদুল ইসলাম এবং এসপি আবু সাইম।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও সম্মুখ জুলাই যোদ্ধাগণসহ সর্বস্তরের মানুষ। এছাড়াও দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী,লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ও উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।