রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫ , আজকের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মুরাদনগরে কৃষি ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন

“জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ কৃষি ব্যাংক এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক মুরাদনগর শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
মুরাদনগর কৃষি ব্যাংকের ম্যানেজার মো: আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন বর্ষাকাল, বৃক্ষরোপনের উপযুক্ত সময়। নিজেদের আঙিনায় যতটুকু সম্ভব গাছ লাগাই ও সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করি। কৃষি ব্যাংকের বৃক্ষ রোপন অভিযানের মাধ্যমে ঔষধি গাছ বিতরনের জন্য সাধুবাদ জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, কৃষি ব্যাংকের কর্মকর্তা সোহেল রানা, রাকিবুল আহমেদ প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রাঙ্গণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব” উপলক্ষে সারাদেশে কৃষি ব্যাংকের বিভিন্ন শাখায় এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।