আব্দুল্লাহ আল মামুন (তাড়াইল উপজেলা প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

তাড়াইলে দারুল কুরআন মাদরাসায় হিফয সবক প্রদান অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসায় হিফয সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। দারুল কুরআনের উপদেষ্টা ও তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফয়জুদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাযেরা বিভাগের উত্তীর্ণ ছয়জন ছাত্রকে হিফয সবক প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের (৪র্থ তলা) অবস্থিত দারুল কুরআনের হলরুমে (৬ আগস্ট) বুধবার বেলা ২ ঘটিকায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, রাউতি কুড়েরপাড় ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ মোহাম্মদ আবদুস সবুর, দারুল কুরআন মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ।

এসময় দারুল কুরআনের শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা যাকারিয়া, মাওলানা শাহীন আলম, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, হিফয বিভাগের সহকারী শিক্ষক হাফেজ আল আমীন, নাযেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আতাউর রহমান তানভীর, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।