
বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসন ফুটবল টুনামেন্ট – ২০২৫ ফাইনাল ম্যাচ বেতাগী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলো বেতাগী উপজেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার ( ৮ ই আগস্ট ২০২৫) তারিখে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে মির্জাগঞ্জ উপজেলা একাদশকে পরাজিত করে পটুয়াখালী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বেতাগী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, যুগ্ম – আহবায়ক আবদুস সালাম সিদ্দিকী, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন (মুন্না), উপজেলা বিএনপির যুগ্ম – আহবায়ক প্রভাষক মামুন পারবেজ আসাদ, শ্রমিক দলের সভাপতি মো : কামাল খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব বিপুল সিকদার।
আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য মো: শাহীন খান মো:নাইম খান, মো: জুম্মান খান, সাব্বির আহমেদ, রাজু প্রমুখ।