রংপুর ব্যুরো: , আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের দংশনে সাকিবুল ইসলাম খোকা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ৮ আগস্ট শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু যায়। এর আগে একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে একটি দোকানে সাপে দংশন করে ওই শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থী সাকিবুল ইসলাম উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী কদমতলা গ্রামের ইসরাইল উদ্দিনের ছেলে। তিনি বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বাড়ির পাশে একটি দোকানে ফোন চালানোর সময় দোকানের ছাউনি থেকে বেরিয়ে এসে এক বিষধর সাপ দংশন করে।

ওই সময় ওই কিশোর সাপের দংশনের বিষয়টি বুঝতে পারেনি। পরে ব্যথা উঠলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। তিনি ক্ষত স্থান থেকে বুঝতে পারে সাপের কামড়। পরে অসুস্থ অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অ্যান্টিভেনম না থাকায় ঠাকুরগাঁও রেফার্ড করা হয়। সেখানেও অ্যান্টিভেনম না থাকাই অবারও তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে দশমাইল এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিক্ষার্থী।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার বলেন, বাংলাদেশে কোথায় বর্তমানে অ্যান্টিভেনম সাপ্লাই নাই। আগে অপারেশন প্লান থেকে এসব সাপ্লাই দিত। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।