লেখকঃ এস এম আক্তারুজ্জামান (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল,বাংলাদেশ পুলিশ) , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়

মহান বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি মুক্তিকামী মানুষের চিরায়ত স্বপ্নদ্রষ্টা, আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের সর্বস্তরের মুক্তিযোদ্ধাবৃন্দ আর সম্ভ্রম হারানো সেইসব মা-বোন এবং নির্দ্দ্বিধায় প্রাণ উৎসর্গকারী তিরিশ লাখ শহীদদের।

এবারের বিজয় দিবস এক ভিন্ন ধরনের বার্তা নিয়ে পুরো জাতির সম্মুখীন। আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী। সাথে আছে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালি জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ।

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার ইস্পাত-দৃঢ় প্রত্যয় হোক এবারের বিজয় দিবসের মূলমন্ত্র।