রংপুর ব্যুরো: , আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রংপুরে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

রংপুরে অভিযান চালিয়ে নগরীর মাহিগঞ্জ থানা এলাকা থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

৯ আগস্ট শনিবার দুপুরে র‌্যাব-১৩, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

র‌্যাব জানান, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার র‌্যাব-১৩, সদর কো¤পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার সাতমাথায় সামনে রংপুর-কাউনিয়া সড়কে চেকপোস্ট বসিয়ে হলুদ সাদা রংয়ের শ্যামলী পরিবহনের কেবিন থেকে ৫২কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় বাসটি জব্দ করে।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার বৈশ্যপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মাসুম ওরফে মাসুদ (২৪) ও বাসের ড্রাইভার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মুকুল সাহার ছেলে শুভ কুমার সাহা (৩৫)। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।