
বরগুনার বেতাগীতে গাজীপুরের সাংবাদিক ও দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে বেতাগী প্রেসক্লাব ও সাপ্তাহিক বিষখালীর যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়ছে।
সোমবার ( ১২ আগস্ট) বিকেল পাঁচটায় স্থানীয় সাপ্তাহিক বিষখালী চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিষখালী সম্পাদক আবদুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ শামীম শিকদার, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি সাহাদাৎ হোসেন( মুন্না) দৈনিক কালবেলা প্রতিনিধি মেহেদী হাসান কোয়েল ও দৈনিক সংবাদ বাংলাদেশের সাব-এডিটর আরিফুর রহমান সুজন, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি ফোরকান হোসেন ইমরাত , বরিশাল ক্রাইম প্রতিনিধি মোঃ হাসান, আইটিভি প্রতিনিধি মোঃ জামাল খান, বাংলা দৈনিক প্রতিনিধি মোঃ সৌরভ, মোঃ সবুজ প্রমুখ।
Print [1]