নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

মহান বিজয় দিবস আজ। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করছে দেশমাতৃকার জন্য আত্মদানকারী বীর সন্তানদের।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নিরবতা পালন করেন তাঁরা। এর মধ্যে দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা।

এর পর জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সঙ্গে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। বিশিষ্টজনেরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।