
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। আদালতের তথ্য বলছে, স্থান, সময় ও ম্যানার ঠিক না থাকা, মেডিক্যাল সার্টিফিকেট ও আহতদের স্থির চিত্র ও বর্ণনা না থাকায় মামলার দায় থেকে আলতাফ হোসেন চৌধুরীসহ সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইউছুফ হোসেন এক আদেশে এ মামলা থেকে আলতাফ হোসেনসহ মামলার অপর ১৩ আসামিকে অব্যাহতি দিয়েছেন।
মামলার আদেশ ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী ও আলতাফ হোসেন চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, মামলাটি এটি ছিলো উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও হয়রানীমূলক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাদের চাপের কারণে মামলাটি করা হয়েছিলো। বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ায় ন্যায় বিচার পেয়ে তারা সন্তুষ্ট।