নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সংখ্যালঘু নির্যাতন মামলায় অব্যাহতি পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীসহ তের আসামি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। আদালতের তথ্য বলছে, স্থান, সময় ও ম্যানার ঠিক না থাকা, মেডিক্যাল সার্টিফিকেট ও আহতদের স্থির চিত্র ও বর্ণনা না থাকায় মামলার দায় থেকে আলতাফ হোসেন চৌধুরীসহ সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইউছুফ হোসেন এক আদেশে এ মামলা থেকে আলতাফ হোসেনসহ মামলার অপর ১৩ আসামিকে অব্যাহতি দিয়েছেন।

মামলার আদেশ ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী ও আলতাফ হোসেন চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, মামলাটি এটি ছিলো উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও হয়রানীমূলক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাদের চাপের কারণে মামলাটি করা হয়েছিলো। বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ায় ন্যায় বিচার পেয়ে তারা সন্তুষ্ট।