মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল, কিশোরগঞ্জ: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

তাড়াইলে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসানুল জাহীদ,উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর, হাসিফুর রহমান নাদিম উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা সহকারী প্রকৌশলী সাদিক হুসাইন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, তাড়াইল কিশোরগঞ্জ ,তামাক নিয়ন্ত্রণ প্রতিনিধি জুয়েল মিয়া, সাংবাদিক সাংবাদিক রবীন্দ্র সরকার, আনোয়ার হোসাইন জুয়েল, হুমায়ুন রশিদ জুয়েল, মুকুট রঞ্জন দাস ও জোবায়ের আহমাদ জুয়েল প্রমুখ।

এসময় তামাকের বিভিন্ন ক্ষতির দিক তুলে ধরে তা প্রতিহিত করা ও জনসচেতেনতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।