
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা ও সুপেয় পানির সংকট মোকাবেলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম ধাপে ৪৩২টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে পানির ট্যাংক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, জাগরণী চক্র ফাউন্ডেশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, ইউনিট ম্যানেজার মোঃ জিল্লুর রহমানসহ সংস্থার অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্থিতিস্থাপকতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “সৃজন প্রকল্প” (BMZ 6635) এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে BMZ এবং NETZ বাংলাদেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট তীব্রতর হচ্ছে। এই পানির ট্যাংকগুলো উপকারভোগীদের নিরাপদ পানি সংরক্ষণের সুযোগ দেবে, যা স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান জানান, শুধু পানি সরবরাহ নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউনিট ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন, “নিরাপদ পানি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আমরা ধাপে ধাপে আরও হাজারো পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দিতে কাজ করছি।”
উপকারভোগীরা জাগরণী চক্র ফাউন্ডেশন ও অর্থায়নকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।