
কিশোরগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুল এর সভাপতি পৌর প্রশাসক ও অতিরক্তি জেলা প্রশাসক ( রাজস্ব ) মোহাম্মদ নাহিদ হাসান খান।
বৃহস্পতিবার ( ১৪-০৮-২৫) বেলা সাড়ে দশটা বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শন কালে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা কল্পে একটি নিমের চারা রোপণ করেন। পরিদর্শন কালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বিদ্যালয়ে পড়াশোনার বিকল্প নেই। সবাই দৈনন্দিন পাঠে মনযোগী হতে হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শতভাগ সেদিকে শিক্ষকদের প্রতি নজর দেওয়ার আহবান জানান । পাশাপাশি বিদ্যালয়ে পড়াশোনা সময়ে যেন কোন ছাত্রছাত্রী বাইরে ঘুরাঘুরি না করে সেদিকে ও লক্ষ্য রাখার তাগিদ প্রদান করেন। তিনি ভয়াবহ মাদক নেশা যেন কোন ক্রমেই গ্রাস করতে না পারে সেদিক বিশেষ দৃষ্টি রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।
উষ্ণ জলবায়ু থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শিক্ষার মান এগিয়ে নিতে এবং শহরে একটি নান্দনিক প্রতিষ্ঠান গড়ে তোলতে তিনি সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন কালে সাথে ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও বিদ্যাপীঠের অন্যতম প্রাণ শিক্ষার্থী বৃন্দ।