রায়হান চৌধুরী, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ , আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মুরাদনগরে প্রশাসকের দায়িত্বে পাভেল খাঁন পাপ্পু

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক। গত ১৪/০৮/২০২৫ ইং কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) আমিরুল কায়সার স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগের এক আদেশ কপিতে মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খাঁন পাপ্পুকে নিয়োগ ক্রমে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসকের স্মারক নম্বর-০৫,২০,১৯০০,০০৯,৪৩,০০৮,২৪-৭৪২ আদেশ কপিতে উল্লেখ করা হয়েছে, “উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গত ০৭.০৮.২০২৫ তারিখের ০৫.৪২.১৯৮১.০০০.২০.০০১.১৪-১২৩২ নম্বর স্মারকে প্রেরিত প্রতিবেদনে মুরাদনগর উপজেলার ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদের অতি সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা বিদ্যমান থাকায় ও এ ধরণের অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে এবং পরিষদের স্বাভাবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা এর ২৭.১০.২০২৪ তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭, ৯৯.০০৪৪,২২-৬৮৪ নম্বর স্মারকে জারীকৃত সংশোধিত পরিপত্র এবং বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ মহোদয়ের কার্যালয়ের ০৯.০৯.২০২৪ তারিখের ০৫.৪২,০০০০,০৪১, ০২,০১০.২১. ৬০৪ নম্বর স্মারকে প্রদত্ত নির্দেশনার আলোকে নিম্নবর্ণিত কর্মকর্তাকে ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগক্রমে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত জুলাই মাসের আকুবপুর ইউনিয়নের কড়‌ইবাড়ি গ্ৰামে আলোচিত ট্রিপল মার্ডার (গণপিটুনি/মব) মামলায় এই ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুলকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এক মাসের অধিক সময় ধরে চেয়ারম্যান পলাতক রয়েছেন। ইতিমধ্যে প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে দুলাল মেম্বারের পক্ষে ও বিপক্ষে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সরকারি ভাবে প্রশাসক নিয়োগ করায় সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে।

মুরাদনগর উপজেলা কৃষি অফিসার ও আকুবপুর ইউনিয়নের নতুন দায়িত্ব প্রাপ্ত প্রশাসক পাভেল খান পাপ্পু প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব সম্পর্কে জানিয়েছেন।

এটা একটা নতুন দায়িত্ব, আইন ও বিধি অনুযায়ী আকুবপুর ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে জন সাধারণের কাছে সরকারি সেবা পৌঁছে দেবার চেষ্টা করবো। ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।