রংপুর ব্যুরো: , আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ট্রাক চাপায় চোখের সামনে স্ত্রী-সন্তানের মৃত্যু

প্রিয় মানুষ স্বামীর মোটরসাইকেলে করে যাচ্ছিলেন কোহিনুর বেগম। কোলে ছিল তার একমাত্র দেড় মাসের শিশুকন্যা সিফাত। কিন্তু একটি ট্রাক মুহূর্তেই সবকিছু থামিয়ে দিল তাদের। চোখের সামনে জীবনের সমাপ্তি হলো প্রিয়তমা স্ত্রী কোহিনুর বেগম ও তার আদরের দেড় মাসের সন্তান সিফাতের।

আজ ১৫ আগস্ট শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরসভার সোনালী ব্যাংকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিরামপুর পৌরসভা এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (২৭) এবং তাদের দেড় মাসের মেয়ে সিফাত। বিরামপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালে কোহিনুর বেগম তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কোহিনুর বেগম ও তার শিশু কন্যা কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচাপায় নিহত হন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিরামপুর থানার উপ-পরিদর্শক এস,এম জাহাঙ্গীর আলম বলেন, ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।