নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার জুম্মাবাদ শাহপরান হল মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসাথে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যও মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান ও দেশের জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরফান উদ্দিন, মারুফ বিল্লাহ, আফফান, মো: মোস্তাকিন ইসলাম, মো: জুলফিকার রহমান, হারুন অর রশিদ রাসেল, ফাহাদ খানসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতৃবৃন্দ।