
সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর বলেছেন, বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এখন ইন্ডিয়াতে অফিস নিয়েছে। সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে তারা কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় এখনো কিছু করতে পারেনি।
শুক্রবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই পথসভায় তিনি এই মন্তব্য করেন। পথসভাটি কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে যেয়ে সমাবেশে মিলিত হয়। এসময় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আরো বলেন, রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে আওয়ামী লীগ কে দেশ থেকে বিতরিত করছে ছাত্ররা। তাই তাদের রক্তের মূল্য দিতে হবে, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে। কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সদস্য মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, লেফটেন্যান্ট কর্নেল(অবঃ) মোঃ আবদুল মান্নান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোহসীন উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন ও সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ।