আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

তাড়াইলে সাংবাদিকদের নৌভ্রমণ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬আগস্ট) সকাল ৮টায় তাড়াইল সদর বাজার ট্রলারঘাট থেকে যাত্রা শুরু করে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ হাওরে দিনব্যাপী নৌভ্রমণ শেষে পূর্বের স্থানে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।

ভ্রমনে অংশনেয়া সাংবাদিকরা জানান, সারাবছর কর্মব্যস্ততার কারনে পারষ্পরিক যোগাযোগ বা কথোপকথন কোনটিই হয়ে ওঠে না, তাই তাড়াইলের সক্রিয় সাংবাদিক সংগঠন তাড়াইল প্রেসক্লাব, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা এই ৩টি সংগঠনের সাথে সম্পৃক্ত সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে আমরা নৌকা ভ্রমণের আয়োজন করেছি। সাংবাদিকদের একতা ধরে রাখতে এমন উদ্যোগ সবসময় চলমান থাকবে।

নৌভ্রমণে উপস্থিত ছিলেন তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, কালের নতুন সংবাদ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি খায়রুল ইসলাম, জাতীয় ইংরেজি দৈনিক দ্যা কান্ট্রি টুডের তাড়াইল উপজেলা প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েল, দৈনিক আকাশ জমিন প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল, কালের নতুন সংবাদ ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো: রাজু শিকদার, দৈনিক নওরোজ প্রতিনিধি মুজিবুল হক চুন্নু, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম,

এছাড়াও উপস্থিত ছিলেন মো: আমিনুল ইসলাম বাবুল (দৈনিক আমাদের সময়), মো: ছাদেকুর রহমান রতন (তাড়াইল বিচিত্রা টিভি), মো: আমিনুল ইসলাম রিপন (দৈনিক অগ্রযাত্রা), হাফেজ মাওলানা এমদাদুল হক (আওয়ার ইসলাম), মো: শরীফুল ইসলাম (সাপ্তাহিক শুরুক), বিশিষ্ট সাহিত্যিক মো: মীজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।