রংপুর ব্যুরো: , আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ে নদী থেকে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পঞ্চগড়ে আন্তসীমান্ত করতোয়া নদী থেকে মো. মানিক হোসেন (৩৪) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১৬ আগস্ট শনিবার সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শুকানি সীমান্তে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মানিক হোসেন উপজেলার দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

এলাকাবাসী বলেন, গত বুধবার রাতে মানিক হোসেন, আব্দুল হুদাসহ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। ওই রাতেই গুলির শব্দ শোনা যায়। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে করতোয়া নদীতে ভেসে আসা লাশটি দেখতে পান স্থানীয় পাথরশ্রমিকেরা। পরে তাঁরা পুলিশ ও বিজিবিকে সংবাদ দেন। ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, গরু ব্যবসায়ীরা প্রায়ই সীমান্ত দিয়ে পারাপারের চেষ্টা করেন। এর আগেও সুজন নামে এক ব্যবসায়ী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এ ধরনের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। সীমান্তে গুলি করে মানুষ হত্যা না করে, আইনের আওতায় আনা উচিত।

এদিকে নিখোঁজ থাকা আব্দুল হুদার স্ত্রী আঁখি আক্তার বলেন, আমার স্বামী ওই রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে জানতে পারি, তিনি ভারতে ধরা পড়েছে। শনিবার তাকে দেশে ফেরানোর কথা। তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, সংবাদ পেয়ে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হযেছে। মানিক হোসেন সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিল এবং গুলিবিদ্ধ হয়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সংবাদ পেয়েছি নদীতে একটি লাশ পাওয়া গেছে।
কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না।