
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তের ইউনিয়ন ও পৌরসভা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার আলোচনা সভায় শতশত নেতাকর্মী উপস্থিত থেকে প্রানবন্ত করে তুলেন।
এতে আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান লিটন সদস্য সচিব মোহাম্মদ এনামুল কাদির ও সকল সদস্য সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এতে বক্তারা দীর্ঘ সময় ব্যাপী তাদের বক্তব্য সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক জনসমক্ষে তুলে ধরেন। এবং দেশ ও জাতির ক্রান্তিকালে গনতন্ত্রের পুন: প্রতিষ্ঠায় তার অবদান যে জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে তা আলোচনায় আসে। বক্তব্যর পর বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা বিশেষ মোনাজাত করা হয় এবং পরিবারের অন্যান্য সদস্যদের দোয়া করা হয়।