
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নলছিটি পৌর শাখার ১নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় বৈচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান সুমন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মোঃ সোহেল খান।
সভায় সভাপতিত্ব করেন মোঃ রাসেল হাওলাদার এবং সঞ্চালনা করেন মোঃ শহিদুল ইসলাম সোহাগ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে হবে। কারন এই ৩১ দফার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের অধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে এই দফাগুলো বোঝাতে হবে, যাতে দেশের সাধারণ মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে একটি প্রকৃত গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে।
কর্মীসভায় পৌর শাখা ও ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।