
ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের ঐতিহ্যবাহী সুলতান উদ্দিন ভুইয়া মেমোরিয়াল আইডিয়াল হাইস্কুলে অত্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে বেসরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কাশিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মো: মতিয়ুর রহমান ভুইয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো: আতিকুর রহমান সুয়েম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: এ একে এম মো: নাজমুল হোসেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আমিনুর রহমান সুমন স্বাগত বক্তব্য প্রধান করেন। তিনি বলেন, আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এরা অন্যান্য ছাত্রছাত্রীদের মডেল হিসেবে গন্য হবে। এছাড়া
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাশিনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো আজহারুল ইসলাম, রেনেসাঁ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম, শিক্ষানুরাগী ও৷ তরুণ সমাজ সেবক মো জাহাঙ্গীর আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোছা শারমিন সুলতানা, মোছা সাবিহা আক্তার বন্যা মোছা সামিহা আক্তার মোছা পপি আক্তার, মোছা রাহা আক্তার, মোছা পুর্নিমা আক্তার অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্য বলেন , এটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্দীপনা মুলক পুরস্কার এদের ভবিষ্যত পড়াশোনার ভিত শক্ত করবে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সাহসী ভুমিকা পালিন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান যদি অব্যাহত থাকে তাহলে এদের ভিতরে সৃজনশীলতা বেড়েই চলবে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যত পড়াশোনা প্রতি আগ্রহ তৈরি করা হয়।