রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বুধবার বিকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশি গ্রামের নুর ইসলামের ছেলে বোরহান (৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে কাউছার (২৮), এক গ্রামের সেন্টু মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩২) ও ছাহেদ মিয়ার ছেলে মোঃ মাছুম(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই(নিঃ) নিং ওয়াই মারমা সংগীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীকাইল ইউপিস্থ সোনাকান্দা এলাকার মফিজ মিয়ার “মা ভ্যারাইটিজ স্টোর” এর সামনে ঘোড়াশাল টু শ্রীকাইল বাজার গামী পাকা রাস্তায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪ জন আসামী আটকসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবাহনের ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে।