জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

তাড়াইলে পূর্ব শত্রুতার জেরে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়ন ভাদেরা গ্রামের আব্দুল জলিলের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার (২২আগস্ট) বিকেল ৩টায় উপজেলা সদর বাজারের পুকুর ঘাটে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ সঞ্জু মিয়া (৪০) ও মোঃ মানিক মিয়া (৪৫) অভিযোগ করে বলেন- আমার বাবাকে পূর্বশত্রুতার জেরে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমার বাবার হত্যাকারী সাদ্দাম হোসেন নিজেকে বাঁচাতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ নানান ফন্দি আঁটছে। আমরা নিরীহ, দূর্বল পরিবার তাই অপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার জন্য আইনি সহায়তা চাই।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও সচেতন মহলের ব্যক্তিবর্গ। তারা বলেন- আব্দুল জলিলের মৃত্যু স্বাভাবিক ছিল না বরং এটা ছিল উদ্দেশ্যপ্রণোদিত, খুনি সাদ্দাম হোসেন ইচ্ছে করে পূর্বপরিকল্পিত ভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে তারা আরও বলেন গাড়ী চালানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন কিন্তু প্রশিক্ষণবিহীন গাড়ীচালানোর ফলে মৃত আব্দুল জলিলের মতো এমন হাজারো জীবন ঝড়ে যাচ্ছে।
এলাকাবাসীরা আব্দুল জলিলের হত্যার তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য : এই হত্যার বিরুদ্ধে নিষ্পত্তির লক্ষ্যে গ্রামবাসীরা একটি দরবার শালিশ করেন কিন্তু প্রতিপক্ষ সাদ্দাম দরবারের সিদ্ধান্তের রায় মেনে নিয়েও পরবর্তী সময় দরবারে সিদ্ধান্ততের যে রায় হয়, সেটাকে অমান্য করে বলে জানিয়েছেন এলাকাবাসী।