
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার ১ নং ও ২ নং ধামঘর ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে ধামঘর দক্ষিণ পাড়া স্টেশন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ধামঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. হাবিবুর রহমান হেলালীর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জামায়াতের এসিস্টেন সেক্রেটারী মাও. মুফতি আমিনুল ইসলাম ও প্রধান মেহমান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ইউসূফ হাকিম সোহেল।
উপজেলা ধামঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন মাস্টার এর সঞ্চালনায় ও ধামঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আবু হানিফ এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মনসুর মিয়া, ধামঘর ইউনিয়ন আমীর ডাঃ এম এ আউয়াল খন্দকার, ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফের সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে আমরা ইনশাআল্লাহ দুর্নীতি, অন্যায় ও অবিচারমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো।
তারা আরো বলেন, বাংলাদেশে আরকোন ফ্যাসিবাদের জায়গা হবে না। জামায়াত জনগণের সঙ্গে আছে, থাকবে, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
এসময় জামায়াতের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।