
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী বাজারস্থ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর ও কর্মী উন্নয়ন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুশুলী ডিজিটাল সার্ভিস অফিসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ নাদিরা বেগম শিল্পর সভাপতিত্বে ও এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মোঃ জুবায়ের আহমাদ জুয়েল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩আগস্ট) বেলা ১১টায় মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর শিপ ইন্ডাস্ট্রি এন্ড লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ ইখতিয়ার উদ্দিন শাহীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ এ. জেড. কাওসার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: সাজিদ হোসাইন (এ.ডি.এম.ডি),বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক মোঃ আবু তাহের, মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া, মুশুলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মানিক মিয়া, মুশুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৌলানা নূরুল ইসলাম প্রমুখ।