মাহবুবুর রহমান বাবুল নান্দাইল থেকে: , আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চির নিদ্রায় শায়িত হলেন জাতি গড়ার অমিয় কারিগর মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু

ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নে আউটারগাতী নিবাসী কাশি নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু ভোর ৪.৩০ মিনিটে কিশোরগঞ্জ বাসায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ)। তিনি দীর্ঘ দিন যাবত হার্টে সমস্যা ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।

শনিবার বাদ জোহর জানাযায় নামাজের পর পারিবারিক কবরস্থানে শায়িত হন। এ সময় জাতি গড়ার শ্রেষ্ঠ কারিগর মতিয়ুর রহমান ভুইয়ার জীবনী নিয়ে বক্তব্য রাখেন কাশি নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, রাউতি ইউনিয়নের চেয়ারম্যান মো:ইকবাল হোসেন তারেক কাশি নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মতিউর রহমান বিশিষ্ট সমাজ সেবী মো: ফজলুর রহমান জিতু,পুরুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো: সাফায়েত খান, সিনিয়র শিক্ষক মো:ওমর ফারুক সিনিয়র শিক্ষক মো: আজহারুল ইসলাম ও মরহুমের বড় সন্তান মো: সানি প্রমুখ। বক্তারা মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। মরহুমের জানাযায় বিভিন্ন এলাকায় গম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাযা পরিচালনা করেন মাওলানা মো: হাবিবুর রহমান। এ কীর্তিমান শিক্ষা গুরুর মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাব পরিবার শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।