সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক) , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালন

বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দুর্জয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। পরে বেতাগী সরকারি হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় মনোজ্ঞ কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় একই মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেল ৪ টায় সারাদেশের সাথে একযোগে শপথ বাক্য পাঠ এবং সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।