মো: রাসেল ইসলাম, উপজেলা প্রতিনিধি দেবীগঞ্জ: , আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে আনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গ্যালান্ডী বাজারের ভবেশ চন্দ্র রায়ের চায়ের দোকানে দৈনন্দিনের মতো চলছিল অনলাইন জুয়ার আসর। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নান শেখ এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে আটক করে জুয়া খেলার সাথে জড়িত ২ জনকে। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন এসআই আমিনুল সহ পুলিশ ও সেনা সদস্যরা।

জানা যায় তারা নিয়মিত ওই দোকানে বসে জুয়া খেলতেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি কিপ্যাড মোবাইল, ২টি ক্যামেরা, বিভিন্ন কোম্পানীর ১৬টি সিম কার্ড, ১টি সিপিইউ এবং ৩টি রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় ও একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়।

সেনাবাহিনী জানায় ‘আটককৃতরা ওই দোকানে নিয়মিত জুয়ার এজেন্ট সাইট ব্যবহার করে জুয়া খেলতেন এবং অন্যদের খেলার জন্য সাইড খুলে দিতেন। বেশিরভাগ সময় রাতে বসত জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।
পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘অভিযানে আটক ২ জুয়ারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।