আন্তর্জাতিক ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

জাপানের অন্যতম শহর ওসাকায় একটি ভবনে আগুন; নিহত ২৭

জাপানের ওসাকা মহানবীর একটি বহুতল ভবনে আগুন লেগে ২৭ জন নিহত হয়েছে। জাপান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের স্থানীয় সময় শুক্রবার বেলা ১০.৩০ ওসাকা স্টেডিয়ামের পাশে ওই ভবনে আগুন লাগে ।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, আটতলা ভবনটির চারতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সেখান থেকে ভবনটির অন্য তলায় আগুন ছড়িয়ে পড়ে।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে দমকল বাহিনী জানিয়েছে ,আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

পুলিশ বলছে , কিভাবে আগুন লাগলো, তা জানতে তদন্ত করা হচ্ছে ।তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।