বেতাগী ( বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ , আজকের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বরগুনার বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার ( ২৮ আগষ্ট) বেতাগী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার। সভাপতিত্ব করেন বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহীন। বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী চ্যানেল আই জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান ঝন্টু, সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী উপদেষ্টা মোঃ মোস্তাক আহমেদ, সুজনের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সহকারী প্রধান শিক্ষক আব্দুল রহিম হাওলাদার, সাংবাদিক কামাল হোসেন, পরিবেশকর্মী লায়ন মোঃ শামীম সিকদার, সাংবাদিক মোঃ মহসিন খান, সাংবাদিক আরিফুর রহমান সুজন ও সাংবাদিক ইমরাত হোসেন ফোরকান।