
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বশীরের স্বাক্ষরিত অনুমোদন অনুযায়ী গত ২০ আগস্ট ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে দিদার হোসেন খাঁনকে আহ্বায়ক এবং মো. আহসান হক বনফুলকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হেলাল সরকার, কবির হোসেন, শেখ সোহেল, আব্দুল বাতেন, মোস্তফা কামাল, শিপন আহমেদ, আব্দুল খালেক মীর, মো. মাসুদ আলম, নুরুল আমিন, মো. আক্তার হোসেন, আবুল বাশার, নুরুল ইসলাম ভূইয়া, রেজাউল করিম পারভেজ, আল মামুন ও মাহাবুল হাসান সরকার কমল।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আহাম্মদ হোসেন (কালন মুন্সী)। আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন, মো. ইসমাইল, মো. আবুল বাশার (এটিএম), মো. খোরশেদ আলম, জিয়াউল হক পাবেল, আদিন পারভেজ, আব্দুল্লাহ খান, সাব্বির হোসেন সাদ্দাম, জসিম উদ্দিন লিটন, মো. ফয়েজ, মোহাম্মদ আলী হোসেন, মাসুদ রানা, মাইনুল ইসলাম, হেলাল উদ্দিন, মো. মমিন মিয়া, মো. জামান, মোহাম্মদ সিয়াম, মো. ইব্রাহিম, মো. মহসিন (সুমন বেপারী), মো. শেখ রাসেল, মো. রায়হান, রাসেল রানা ও মো. আলামিন।
এর আগে গত ১ জুলাই শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভূতাইল গ্রামের মোহাম্মদ বশীরকে প্রধান উপদেষ্টা করে ২০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে অন্যান্য উপদেষ্টা হিসেবে রয়েছেন ডাক্তার শাহ আলম, মোহাম্মদ বাকি, ডাক্তার ফরহাদ সরকার, মো. মহিউদ্দিন, রফিকুল ইসলাম (বাহাদুর), শেখ আব্দুর রহিম, আবুল হোসেন চৌধুরী, মো. জসিম উদ্দিন, শেখ ফজলুল হক (বাবুল), মোহাম্মদ খায়রুল বাশার (মিনহাজ), মো. আলমগীর (বেলজিয়াম প্রবাসী), মো. ইসহাক মুন্সি, মো. সজল খাঁন, হাজী রুহুল আমিন, ছামছুল আলম (জার্মান প্রবাসী), ডাক্তার সাবরিনা সাহিদ, ফরিদ মিয়া (সাবেক মেম্বার), মো. মতিন মিয়া ও মোহাম্মদ আলম (অস্ট্রেলিয়া প্রবাসী)।