নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪১ জনকে গ্রেফতর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯ হাজার ২৫৫ পিস ইয়াবা, ১৬০ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন,১০০ বোতল ফেনসিডিল ,২৮ কেজি গাঁজা ১৫১.৫ গ্রাম ৪০ পুরিয়া গাজা ,৪ লিটার দেশী মদ ও ২০০ গ্রাম আইস জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা করা হয়েছে ।