
মেহেদীর রং শুকাতে না শুকাতেই সড়কে ঝড়ে গেল নববধু তানিয়া আক্তারের প্রাণ। ঘটনা ঘটেছে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে শনিবার দুপুরে।
জানাগেছে, আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামের জামাল মৃধার কন্যা তানিয়া আক্তার শনিবার দুপুরে একটি বিশেষ কাজে মোটর সাইকেলে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে মানিকঝুড়ি নামক স্থানে মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। ওই স্থানে থাকা ট্রাক চালক রুহুল আমিন রকি তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ওই হাসপাতালে ওইদিন রাত সাতটার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তানিয়া আক্তারের গত জুন মাসে বরগুনার এক সেনা সদস্যের সঙ্গে বিয়ে হয়। তার স্বামীর নাম নাঈম মিয়া।
প্রত্যক্ষদর্শী ট্রাক চালক রুহুল আমিন রকি বলেন, ওই নারীসহ তিনজন মোটর সাইকেলে কুয়াকাটার দিকে যাচ্ছিল। দ্রুতগতির মোটর সাইকেলের পিছন থেকে ওই নারী সড়কে ছিটকে পড়ে যায়। কিন্তু মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত চালিয়ে যায়। পরে আমি তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
নিহত তানিয়ার চাচা জাকারিয়া মৃধা বলেন, তানিয়া বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত তানিয়াকে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছি।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ওই নববধু বরিশাল শেবাচিম হাসপাতালে মারা গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মোটর সাইকেল চালক পালিয়ে গেছে।