মো : ইমরান হোসেন, বেতাগী প্রতিনিধি : , আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ , আজকের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বেতাগীতে জোর পূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ

বরগুনার বেতাগীতে জোর পূর্বক জমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ১ নং বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের ফয়জউদ্দিন মৃধার ছেলে মেম্বার আলী ও তানজের আলী মৃধার ছেলে আমান মৃধার বিরুদ্ধে।

অভিযোগকারি আঃ বারেক মিয়া বলেন, বেতাগী থানাধীন ১নং বিবিচিনি ইউপির ফুলতলা, মৌজার জেএল নং -০২ এসএ খতিয়ান নং-৫৮১, ২৪ শতাংশ জমি আমার পৈত্রিক, কবলা ও বিবাদীদের এজমালি সম্পত্তি। আমার পৈত্রিক ক্রয়কৃত সম্পত্তি আমাকে বুঝাইয়া না দিয়া জোরপূর্বক ভোগদখল ও আমার করে আসছে মেম্বার আলী ও আমান মৃধা।

অভিযোগ সুএে জানা গেছে, বিরোধের বিষয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে একাধিকবার শালিসি করলেও কিন্তু অভিযুক্তরা তা না মানে না এবং জমি মাপজোপ করতে ও রাজি হয় না। তাছাড়া গত ০২/০৬/২০২৫ ইং তারিখে আমার জমিতে থাকা মেহগনি গাছ বিক্রি করি কিন্তু অভিযুক্তরা তাতেও বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রান নাশেরও হুমকি দেয়।

পরে আমি আবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আবার সালিশ বসাই তখন তারা রোয়েদাদ দিয়ে গাছ কাটতে বলে এবং গাছ কাটি পরে সেখানেও অভিযুক্তরা আমার ২ টি গাছ বাঁধা দিয়ে আটকে রাখে। এ বিষয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই বিরোধ নিরসন চাই।