আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো প্রধান: , আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতীয় পার্টির কাঁধে ভর করে দেশে নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে এবং পতিত স্বৈরশাসক পুনরায় ক্ষমতায় ফেরার পথ খুঁজছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে রংপুর–দিনাজপুর অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আবদুল হালিম বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী করার পেছনে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে দলটি আওয়ামী লীগের বি-টিমে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী রাজনৈতিক শক্তির জন্য সমান সুযোগ সৃষ্টি না হলে আসন্ন জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও অভিযোগ করেন, এখনো নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র তৈরি হয়নি। বরং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অংশ হিসেবে সম্প্রতি দলীয় নেতা নূরের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নির্বাচনী ব্যবস্থার বিষয়ে জামায়াত নেতা বলেন, জনগণের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি (পিআর সিস্টেম) চালুর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। তার মতে, এই পদ্ধতিই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। কারণ বর্তমান পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য, সংঘাত ও সহিংসতা বেড়ে যায়, যা ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, আব্দুর রশিদ, আজিজুর রহমান স্বপন ও আব্দুল হাকিম। বৈঠকে রংপুর অঞ্চলের আট জেলার জেলা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।