আমতলী (বরগুনা) প্রতিবেদক : , আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বেড়া ভাঙার প্রতিবাদে বৃদ্ধ চাচাকে পিটিয়ে জখম

ধান খেতের বেড়া ভাঙার প্রতিবাদ করায় নয়া সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এতে তার হাত ও নাকের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তালতলী উপজেলার নাইবরতবক গ্রামে।

আহত নয়া সিকদার অভিযোগ করে বলেন, নিজের ধানখেত রক্ষায় তিনি বেড়া দেন। সকালে তার ভাতিজা শাহ আলম সিকদার বেড়া ভেঙে ফেললে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম ও তার ছেলে রাসেল সিকদার তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্বজনরা উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, বৃদ্ধের বাম হাত ও নাকের হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে শাহ আলমের বাবা আব্দুল হাই সিকদার দাবি করেন, নয়া সিকদার ও তার ছেলে উল্টো তার ছেলেকে মারধর করেছে। আহত অবস্থায় তাকেও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।